সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা স্বাস্থ্য

একদিন পর করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ২১৮৩


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩০ জুন, ২০২২ ৪:৫৮ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশে করোনাভাইরাসে একদিন পর গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ১৮৩ জনের।

মারা যাওয়াদের মধ্যে দুজন চট্টগ্রামের ও দুজন ঢাকার বাসিন্দা। তাদের তিনজন পুরুষ ও একজন নারী।

দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৩ হাজার ৭৮৫ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৪৯ জনে।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বুধবার করোনায় কারো মৃত্যু হয়নি। এ সময় করোনা শনাক্ত হয় ২ হাজার ২৪১ জনের।

আরও পড়ুন: করোনায় এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার তুলনায় শনাক্তের হার শনাক্তের হার ১৫ দশমিক ৭০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯০ জন।

এ নিয়ে দেশে মোট ১৯ লাখ ৭ হাজার ৫০৯ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: হজ করতে ১১ মাস হেঁটে ৯ দেশ পাড়ি দিয়ে মক্কায় পৌঁছলেন যিনি

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর