রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৯ জুন, ২০২২ ১০:৪৯ : অপরাহ্ণ

সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ৯ জুলাই দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর ৮ জুলাই হবে পবিত্র হজ।

এদিন সৌদি ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশ কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনেও ঈদুল আজহা উদযাপিত হবে।

পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করেছে এশিয়ার কয়েকটি দেশ। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং ও ব্রুনাইয়ের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই এসব দেশে ১০ জুলাই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে পাকিস্তানের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে ১০ জুলাই। অন্যদিকে বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বৃহস্পতিবার ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা গেলে শুক্রবার (১ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ১০ জুলাই (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

আর চাঁদ দেখা না গেলে শুক্রবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী শনিবার (২ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ উদযাপিত হবে ১১ জুলাই।

ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর