সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

পদ্মা সেতুতে প্রথম দিনে ২ কোটি ৯ লাখ টোল আদায়



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৭ জুন, ২০২২ ১১:৩১ : পূর্বাহ্ণ

পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথম দিনে রোববার সকাল ৬টা থেকে চলছে যানবাহন। প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করেছে। আর এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

রোববার ভোর ৬টা থেকে আজ সোমবার ভোর ৬টা পর্যন্ত এ পরিমাণ টোল আদায় করা হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিনে মাওয়া টোল প্লাজা দিয়ে ২৬ হাজার ৫৮৯টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে এক কোটি আট লাখ ৯৫ হাজার ৯০০ টাকা টোল আদায় করা হয়েছে।

এ ছাড়া জাজিরা প্রান্তে টোলপ্লাজা দিয়ে ২৪ হাজার ৭২৭টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে এক কোটি ৪৪ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে। প্রথম দিনে সব মিলিয়ে টোল আদায় হয়েছে দুই কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

পদ্মা সেতু নির্মাণের আগে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ধারণা করেছিলো, এ সেতু দিয়ে প্রতিদিন প্রায় ২৪ হাজার যানবাহন চলাচল করবে। সে তুলনায় দ্বিগুণের বেশি যান চলাচল করেছে প্রথমদিন। তবে প্রথম দিনের যানবাহনের বড় অংশই ছিল মোটরসাইকেল।

এদিকে আজ সোমবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সেতু বিভাগ।

প্রথম দিন দুর্ঘটনায় দুই বাইক আরোহীর মৃত্যুর পর মোটরসাইকেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত আসে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর