নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৫ জুন, ২০২২ ১০:১৫ : পূর্বাহ্ণ
অপেক্ষার পালা শেষ। পদ্মা সেতুর উদ্বোধন করতে মুন্সিগঞ্জের মাওয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই মধ্যে ভোর থেকেই কাঁঠালবাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থলে হাজার হাজার মানুষ সমবেত হতে শুরু করেন।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সকাল ১০টায় শুরু হওয়া সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এই সমাবেশে উপস্থিত রয়েছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাড়ে তিন হাজার নাগরিক। ভোর থেকেই শুরু হয় অতিথিদের আগমন।
এদিকে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেতু উদ্বোধনের দিন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য কঠোর নিরাপত্তা বলয়ে ঢেকে দেয়া হয়েছে পদ্মা সেতুর দুই পার।
সমাবেশস্থলে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসফ)সহ অন্যান্য বাহিনীর সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকেও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।