রবিবার, ৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যা বললেন ডা. জাফরুল্লাহ


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৫ জুন, ২০২২ ১০:৩১ : পূর্বাহ্ণ
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী
Rajnitisangbad Facebook Page

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। স্বচক্ষে পদ্মা সেতু দেখে আর সবার মতো উচ্ছ্বসিত তিনিও।

পদ্মা সেতু উদ্বোধনের আগে এ নিয়ে নিজের অভিব্যক্তি জানালেন জাফরুল্লাহ চৌধুরী।

সাংবাদিকরা তাকে ঘিরে ধরলে তিনি বলেন, ‘অত্যান্ত আনন্দঘন অনুভূতি এটা। একাত্তরেও মুক্তিযুদ্ধ করতে পেরেছি। আজকে পদ্মা সেতু নিজের চোখে দেখতে পেরেছি। এটা আমার জীবনের বড় একটি আকাঙ্খা পূর্ণ হয়ে গেছে। আমি জাতির উল্লেখযোগ্য ঘটনারগুলো মধ্যে একটাতে অনুপস্থিত ছিলাম, সেটা ৭ই মার্চের ভাষণ। এছাড়া জাতির সব গুরুত্বপূর্ণ ঘটনায় আমি ছিলাম।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুয়সী প্রশংসা করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আজকে জাতির এই সাহসী উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তবে আমি আমি প্রধানমন্ত্রীকে আরো মহানুভব হতে অনুরোধ করছি। প্রান্তিক জনগোষ্ঠীর দিকে উনার নজর দিতে হবে। উনি অনেক ভালো কাজ করেছেন। এখন উনার সুস্বাস্থ্য কামনা করছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের জীবনে হিউমারটা (রসিকতাবোধ) বেশি ঢুকে পড়েছে। প্রধানমন্ত্রী রসিকতা করে বলেছেন চুবাবো বা উঠাবো। এটাকে এতো বেশি সিরিয়াসলি না নিলেই হতো। উনাকে (খালেদা জিয়া) নিমন্ত্রণ দেওয়া উচিত ছিল, জামিনটা দেওয়া উচিত ছিল, তাদের আসা উচিত ছিল। আমি সৎ পরামর্শই দেই সরকারকে। আমার পরামর্শগুলোর অর্ধেকটা নেন প্রধানমন্ত্রী।’

ডা. জাফরুল্লাহ বলেন, ‘পদ্মা সেতু আমাদের জীবনযাত্রাকে সহজ করেছে। ব্যবসাবাণিজ্য বিস্তার লাভ করবে আরো। এখানে ধনীদের লাভ বেশি হবে, গরিবদের কম। সেজন্য আমি পদ্মা সেতুতে অ্যাম্বুলেন্সের টোল ফ্রি করে দিতে অনুরোধ করছি। আর যত বিদেশি গাড়ি এলে ডাবল টোল দিতে হবে, যে দেশই হোক না কেন।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর