শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

ওয়ান-ইলেভেনের সময় মুচলেকা দিয়ে কে আমেরিকায় গিয়েছিল, প্রশ্ন তুললেন ফখরুল


মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৪ জুন, ২০২২ ২:১৫ : অপরাহ্ণ

১/১১ সরকারের সময় মুচলেকা দিয়ে কে আমেরিকায় গিয়েছিল-এই প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সেটি আমরা জানি, নামটি বলতে চাই না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বিএনপিকে নিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করছেন অনির্বাচিত প্রধানমন্ত্রী। নিজে অব্যাহত মিথ্যাচার করে খাটো না হয়ে নিজের অধস্তনদের দিয়ে মিথ্যাচার করুন।’

গুম হওয়া বিএনপি নেতা চৌধুরী আলমের পরিবারের খোঁজখবর নিতে গিয়ে আজ শুক্রবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০০৭ সালে তো তারেক মুচলেকা দিয়েছিল, ‘সে আর রাজনীতি করবে না। পরে তত্ত্বাবধায়ক সরকার তাকে ছেড়ে দেয়। সে স্বেচ্ছায় চলে গিয়েছিল। একজন নেতার যদি ফিরে আসার সহস না থাকে তাহলে তাকে দিয়ে কীভাবে রাজনীতি হয়?’

আরও পড়ুন: বিএনপি নেতাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত: প্রধানমন্ত্রী

এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এরা (আওয়ামী লীগ নেতারা) অনর্গল মিথ্যা কথা বলে। এদের মতো মিথ্যা কেউ বলতে পারে না।’

প্রধানমন্ত্রীর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে কোন সহায়তা দেয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ঘুরে ১০ জন লোককে টোকেন ত্রান দিয়ে চলে এসেছেন। বিএনপির কর্মীরা সবচেয়ে বেশি ত্রান সহায়তা দিচ্ছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘এ সরকারের নির্যাতনকারী বাহিনী ফার্মগেট ইন্দিরা রোড থেকে বিএনপি নেতা চৌধুরী আলমকে তুলে নিয়ে যায়। তারপর থেকে ১২ বছর অতিবাহিত হলেও পরিবার এবং আমরা দলের লোকেরা কোথাও তার সন্ধান পাইনি। এখন পর্যন্ত সরকার চৌধুরী আলমের কোনো খোঁজ দিতে পারেনি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে এ ধরনের গুমের অনেক ঘটনা ঘটেছে। শুধু আমাদের দলেই ছয় শতাধিক নেতা-কর্মী গুম হয়ে আছে। আজ পর্যন্ত তাদের কোনো সন্ধান সরকার দিতে পারেনি। গণতান্ত্রিক আন্দোলন দমন করতে গুম-খুন, বেআইনিভাবে আটক, বিচারবহির্ভূত হত্যা এমনভাবে বেড়েছে, যেটি কোনো সভ্য সমাজ-দেশে হতে পারে না।’

মির্জা ফখরুল বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার আইনে পরিষ্কার বলা আছে—কাউকে যদি গুম করা হয়, তাহলে সেটি মানবাধিকারবিরোধী অপরাধ। গুমের এ ঘটনাগুলোতেই প্রমাণিত যে, এ সরকার একেবারেই কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী সরকার। তাদের ১৫ বছরে দুঃশাসনে বাংলাদেশের কত মানুষ সন্তানহারা হয়েছে, কত জন স্বামীহারা, কত জন পুত্রহারা তার সঠিক হিসাব দিতে পারবো না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। তারা অত্যন্ত পরিকল্পিতভাবে মানুষের অধিকার কেড়ে নিয়েছে। আজকে যাদের গুম করা হয়েছে, তাদের জীবনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তাদের পরিবারকে ব্যাংক ও সম্পত্তির মালিকানা থেকে বঞ্চিত করা হয়েছে। ফলে কোনো রকম খেয়ে-পরে জীবনযাপন করতে হচ্ছে তাদের পরিবারগুলোকে।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর