শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু, হাজিদের খাবার দিলো পিএইচপি ফ্যামিলি


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১৫ জুন, ২০২২ ৩:১১ : অপরাহ্ণ
মদিনার উদ্দেশে রওনা হওয়ার আগে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে হাজিদের খাবার সরবরাহ করে পিএইচপি ফ্যামিলি।
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হয়েছে।

আজ বুধবার দুপুর ১টা ৪১ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট।

মদিনার উদ্দেশে রওনা হওয়ার আগে বিমানবন্দরে হাজিদের খাবার সরবরাহ করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলি।

এই উপহার পেয়ে হাজিরা পিএইচপি ফ্যামিলির সেবামূলক এই কাজের ভূয়সী প্রশংসা করেন।

পিএইচপি ফ্যামিলি জানিয়েছে, চট্টগ্রাম থেকে হজের শেষ ফ্লাইট পর্যন্ত তাদের এই খাবার বিতরণ কার্যক্রম চলবে।

এবার চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে হজে যাবেন প্রায় সাড়ে ৫ হাজার ২০০ যাত্রী। এজন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১১টি ডেডিকেটেড ফ্লাইট। যার মধ্যে ৯টি যাবে জেদ্দা। আর বাকি ২টি মদিনায়। নিয়মিত ফ্লাইটেও নেওয়া হবে কিছু হজযাত্রী।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম স্টেশন মাস্টার জানান, এবার চট্টগ্রাম-জেদ্দা রুটে ৯টি এবং চট্টগ্রাম মদিনা রুটে ২টি হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান। বৃহস্পতিবার আরেকটি হজ ফ্লাইট চট্টগ্রাম থেকে মদিনা যাবে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর