বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা নির্বাচন

ইভিএম জটিলতা

‘কয় আপনার ভাগ্য খারাপ, চলে যান’



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৫ জুন, ২০২২ ১:৩৮ : অপরাহ্ণ

‘সকাল ৭টা বাজে ভোট দিতে আসছি। ফিঙ্গার আসে না। আষ্টোবার হাত ধুইছি। অনেক চেষ্টা করছি। এখন বলতেছে তিনটার পরে আবার আসতে। কয় আপনার ভাগ্য খারাপ, চলে যান। আবার তিনটা বাজে আসুম। কারণ একটা ভোটের জন্য মানুষ ফেল যায়। ভোট তো দিমুই। দিতাম না কিল্লিগা। বাড়িত যেয়ে অনেকক্ষণ হাত ধুুমু। ধুয়ে আমু।’

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ভোট দিতে গিয়ে এভাবেই ভোগান্তির কথা জানাচ্ছিলেন টিক্কার চরের তুহিন।

নির্বাচনে ইভিএমে ভোট দিতে ধীরগতি হচ্ছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে ভোটারদের। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকে ভোট না দিয়েই বাড়ি ফিরে যাচ্ছেন। ইভিএমএ ভোটগ্রহণে ধীরগতি থাকায় ভোটাররা ক্ষোভ প্রকাশ করেছেন।

আজ বুধবার কুমিল্লা মডার্ন স্কুল ও আশপাশের কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ভোটাররা জানান, বয়স্কদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হচ্ছে। একাধিকবার আঙুলের ছাপ দেয়া হলেও তা মিলতে বিড়ম্বনা হচ্ছে। এছাড়া যাদের আঙুলের রেখা ক্ষয় হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর