প্রতিনিধি, কুমিল্লা প্রকাশের সময় :১৫ জুন, ২০২২ ৯:৩৬ : অপরাহ্ণ
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার রাত ৯টার দিকে বেসরকারিভাবে ঘোষিত ১০৫ কেন্দ্রের ফলাফলে রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি প্রতীক) পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।
এ ছাড়া অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট।
রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী এ ফল ঘোষণা করেন।
এর আগে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু চূড়ান্ত ফলে এগিয়ে থাকার মূহুর্তে নৌকার সমর্থকরা তার ওপর হামলা চালানোর চেষ্টা করে। দুপক্ষের সংঘর্ষের পর এক ঘণ্টা ফল ঘোষণা বন্ধ রাখা হয়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফলাফল প্রত্যাখ্যান করেছেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু।
তিনি প্রশ্ন রাখেন, এক ঘণ্টা ফল ঘোষণা বন্ধ রাখার পর কেন রিফাতকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হলো?
পরিকল্পিতভাবে গুটি কয়েক কেন্দ্রের ফল আটকে রেখে তাকে হারিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন সাক্কু।
এর আগে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়। ৮৭ হাজার ৩৯৮।
নির্বাচন চলাকালে কেন্দ্র দখল বা বড় ধরনের প্রভাব বিস্তারের ঘটনা ঘটেনি। কোনো সহিংসতার খবরও পাওয়া যায়নি।
তবে কোনো কোনো ভোটার তাদের আঙুলের ছাপ ইভিএমে মেলেনি বলে অভিযোগ করেন। তাছাড়া ইভিএমে ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ ছিল। অনেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ভোট দিয়েছেন। কেউ কেউ ভোট না দিয়েই ফিরে গেছেন।
এই ধীরগতির কারণে ভোট শেষ হওয়ার পূর্বঘোষিত সময়সীমা বিকেল ৪টার পরও ভোটগ্রহণ করা হয়।
নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।