শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

‘এমন কিছু ঘটাতে পারে যাতে পদ্মা সেতুর উদ্বোধনটা করতে না পারি’


প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৫ জুন, ২০২২ ১২:৪৯ : অপরাহ্ণ

২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান বানচালে নাশকতার চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ব্যাপারে সব বাহিনীর প্রধানকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে সরকারপ্রধান বলেন, ‘তথ্য রয়েছে এমন কিছু ঘটাতে পারে যাতে ২৫ তারিখে পদ্মা সেতুর উদ্বোধনটা করতে না পারি। যারা পদ্মা সেতু নির্মাণের বিরোধিতা করেছিল, তারাই এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করছে। তারা কী করবে তা জানি না।’

আজ বুধবার সকালে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এমন আশঙ্কা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে আপনারা দেখেছেন রেলে আগুন, লঞ্চে আগুন, ফেরিতে আগুন। এমনকি সীতাকুণ্ডে যে আগুনটা, সেখানে দেখেছি একটা জায়গায় আগুন ধরেছে। কিন্তু দেখা গেলো, বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে কয়েকটা জায়গায় আগুন লেগেছে। রেলের আগুনের আমি একটা ভিডিও পেয়েছি। রেলের চাকার কাছ থেকে আগুন জ্বলছে। সেটা কীভাবে ছড়িয়ে পড়ে? এগুলো কীভাবে হয়? কাজেই প্রত্যেকটা দুর্ঘটনা একেকটা রহস্যজনক। এজন্যই আমি সবাইকে সতর্ক থাকতে বলবো। আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজর রাখতে হবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।’

সরকারপ্রধান বলেন, ‘যখনই আমরা এগিয়ে যাই, তখনই কোনো কোনো মহল নানা ধরনের অপচেষ্টা ও ষড়যন্ত্র করে থাকে। সেটা আমাদের জন্য দুর্ভাগ্য। সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘আজ আমার নিরাপত্তার কাজে যারা নিয়োজিত তাদের জীবনও নিরাপত্তা সঙ্কটে। আমি শঙ্কিত তাদের জন্য। বারবার আমাকে হত্যার চেষ্টা হয়েছে। কত নেতাকর্মী আমাকে বাঁচাতে গিয়ে মারা গেছে। গ্রেনেড হামলা হয়েছে। আমি বেঁচে গেছি।’

এসএসএফের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘এসএসএফসহ আমার সহকর্মীদের ধন্যবাদ জানাই। কারণ এটুকু নিরাপত্তা করে রাখা হয়েছিল বলেই করোনাভাইরাসে আক্রান্ত হইনি। হয়তো আক্রান্ত হলে কাজ করতে পারতাম না। আমি জানি এসএসএফের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে আমার নিরাপত্তা দিচ্ছেন। কাজেই আমি আমার ছেলেমেয়ে নাতি-নাতনির জন্য যেমন দোয়া করি, ঠিক সেইভাবে আমার সঙ্গে যারা কাজ করে তাদের প্রত্যেকের জন্য দোয়া করি। এসএসএফের জন্য বিশেষভাবে দোয়া করি যেন আমার নিরাপত্তা দিতে গিয়ে তারা কোনো সমস্যায় না পড়ে। বা ক্ষতিগ্রস্ত হয়।’

শেখ হাসিনা বলেন, ‘বড় চ্যালেঞ্জ ছিল পদ্মাসেতু। কেউ অপবাদ দিলে তা নেয়া সম্ভব না। পদ্মাসেতু নিয়ে মিথ্যা অপবাদ দেয়া হলো। দেশেরই স্বনামধন্য মানুষ। যাকে নিজেই সবচেয়ে বেশি সুযোগ দিয়েছি সেই ড. ইউনূস বেঈমানি করলো। পদ্মাসেতু আমরা করে ফেলেছি।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর