শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের সিসিইউতে খালেদা জিয়া


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১১ জুন, ২০২২ ৫:৪১ : পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার গভীর রাতে সাবেক এই প্রধানমন্ত্রী হৃদরোগে আক্রান্ত হন। রাত ৩টা ২০ মিনিটে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

এর আগে খালেদা জিয়া তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাত ২টা ৫৫ মিনিটে বের হন।

হাসপাতালে তার সঙ্গে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মির্জা ফখরুল হাসপাতালে সাংবাদিকদের জানান, আগের দিন থেকে ম্যাডামের হার্টে কিছু সমস্যা হয়। তবে তিনি কাউকে কিছু জানাননি। সন্ধ্যায় চেকআপ করতে গিয়ে তার হার্টের সমস্যা পান চিকিৎসকরা। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়। এমনিতে তার শরীর এখন স্থিতিশীল আছে। এনজিওগ্রাম করার পর বিস্তারিত জানা যাবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

জানা গেছে, আজ শনিবার সকাল সাড়ে ১০টায় চিকিৎসকরা বোর্ড মিটিং করে এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেবেন।

এভারকেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

উল্লেখ্য, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দি থাকার পর করোনার মহামারির মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল থেকে ছয় মাসের জন্য মুক্তি পান।

এরপর একাধিকবার তার মুক্তির মেয়াদ বাড়ায় সরকার। মুক্তি পাওয়ার পর খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় আছেন।

এ সময়ের মধ্যে তিন দফায় প্রায় ৬ মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি ফুসফুস জটিলতা, ডায়াবেটিস, চোখের সমস্যা, লিভার সিরোসিসসহ নানা রোগে ভুগছেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর