বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ | ১৪ চৈত্র, ১৪৩০ | ১৭ রমজান, ১৪৪৫

মূলপাতা বাণিজ্য

আবারও লিটারে ৭ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৯ জুন, ২০২২ ৯:১৯ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

এক মাস পার হতে না হতেই আবারও বাড়ানো হয়েছে সয়াবিন তেলের দাম। নতুন দামে আরও সাত টাকা বাড়ানো হয়েছে। এতে এখন থেকে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে ২০৫ টাকায়।

আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার নূরুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে বর্ধিত এই দামের তথ্য জানানো হয়।

নতুন এ দাম নির্ধারণ করেছে ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। এর আগে গত ৫ মে সয়াবিন তেলের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১৯৮ টাকা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই দফায় দাম বৃদ্ধির পর এক লিটার খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১৮৫ টাকা। আর বোতলজাত এক লিটার সয়াবিনের সর্বোচ্চ খুচরা দাম হবে ২০৫ টাকা।

এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম হবে সর্বোচ্চ ৯৯৭ টাকা। এক লিটার খোলা পাম তেলের দাম বেড়ে দাঁড়াল ১৫৮ টাকা।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর