সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

সীতাকুণ্ডে ডিপো থেকে কঙ্কাল ও মাথার খুলি উদ্ধার



নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :৮ জুন, ২০২২ ১০:৩১ : অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপো থেকে একটি কঙ্কাল ও মাথার খুলি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ বুধবার সন্ধ্যায় কনটেইনার সরাতে গিয়ে এক জায়গায় কঙ্কাল আরেক জায়গায় মাথার খুলি পাওয়া যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, বুধবার সন্ধ্যায় ডিপো থেকে উদ্ধার করা কঙ্কাল ও পোড়া মাথার খুলি হাসপাতালে আনা হয়। এসব কঙ্কালের সঙ্গে পাওয়া যায় ফায়ার সার্ভিসের গামবুট ও হেলমেট। এ কারণে ধারণা করা হচ্ছে ওই কঙ্কালটি ফায়ার সার্ভিস কর্মীর। তবে পৃথক জায়গা থেকে উদ্ধার হওয়া মাথার খুলি ও কঙ্কাল একই ব্যক্তির কিনা সেটি নিশ্চিত নই।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, কনটেইনার সরানোর কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা একটা কনটেইনারের নিচে গামবুট, হেলমেট ও শরীরের কয়েকটি অংশের হাড় উদ্ধার করে। অপর আরেকটি কনটেইনারের নিচ থেকে একটি মাথার খুলিও পাওয়া যায়। সবগুলো দেহাবশেষ আগুনে পুড়ে একেবারে অঙ্গার হয়ে গেছে।

বিএম কনটেইনার ডিপোতে মাথার খুলি ও কঙ্কাল উদ্ধারের আগে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা ছিল ৪৪। মাথার খুলি ও কঙ্কাল-দুই ব্যক্তির নাকি একই ব্যক্তির তা নিশ্চিত না হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা নির্ণয়ে সংশয় সৃষ্টি হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকেও সর্বশেষ মোট মৃত্যুর সংখ্যার বিষয়ে গণমাধ্যমের কাছে কোনো তথ্য জানানো হয়নি।

আরও পড়ুন: দেশে প্রথমবারের মতো আগুন নেভানো হলো রোবট দিয়ে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর