নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :৭ জুন, ২০২২ ১১:৫৪ : অপরাহ্ণ
চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় রাঙামাটির স্থানীয় দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকা ও অনলাইন পোর্টাল পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ফজলে এলাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের এডিসি হিলের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, রাঙামাটির সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এবং তার কন্যা নাজনীন আনোয়ারের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ফজলে এলাহীর বিরুদ্ধে থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ দুটি তদন্তের অনুমতি চাইলে আদালত সেই অনুমতি প্রদান করেছেন। পরবর্তীতে চট্টগ্রাম থেকে সাইবার ট্রাইব্যুনালের মাধ্যমে একটি ওয়ারেন্ট ইস্যু করা হয়।
রাঙামাটি কোতোয়ালী থানার ওসি কবির হোসেন জানান, নাজনীন আনোয়ারের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুপুরে ওয়ারেন্ট আসার পর সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতে তোলা হবে।