শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা অর্থ-বাণিজ্য

ডলারের বিপরীতে টাকার মান আরও ৯০ পয়সা কমলো



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২ জুন, ২০২২ ৮:২৭ : অপরাহ্ণ

মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আরও ৯০ পয়সা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এখন প্রতি ডলারের বিনিময়মূল্য দাঁড়িয়েছে ৮৯ টাকা ৯০ পয়সা।

আজ বৃহস্পতিবার ৮৯ টাকা ৯০ পয়সায় রাষ্ট্রমালিকানাধীন ও বেসরকারি খাতের চারটি ব্যাংকের কাছে ১৩ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করা হয়েছে। সরকারি আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোর কাছে এ ডলার বিক্রি করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ২৯ মে ডলারের বিপরীতে টাকার মান কমে। সে সময় ডলারের বিপরীতে টাকার মান এক ধাক্কাতেই ১ টাকা ১০ পয়সা কমিয়ে আন্তঃব্যাংক লেনদেনে ৮৯ টাকা করা হয়েছিল।

চাহিদা সংকটে ঊর্ধ্বমুখী ডলারের দামের অস্থিরতা কমাতে বেশ কিছু দিন থেকেই টাকার মান অবমূল্যায়ন করা হচ্ছে। এ নিয়ে পঞ্চম দফায় ডলারের দাম বাড়ানো হলো।

টাকার মান কমে যাওয়ার প্রেক্ষিতে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, টাকার মান আরেক দফা অবমূল্যায়নের ফলে আমদানির খরচ আরও বাড়বে। অন্যদিকে লাভবান হবেন রপ্তানিকারকরা।

সাধারণত রপ্তানিকারকদের সুবিধা দিতেই স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন করা হয়। তবে এখন বাংলাদেশকে এই পথে যেতে হচ্ছে বাধ্য হয়ে।

আমদানি পণ্যের দাম ও জাহাজভাড়া বেড়ে যাওয়ায় ইতোমধ্যে আমদানি ব্যয় প্রায় ৪৪ শতাংশ বেড়েছে। রপ্তানি ও প্রবাসী আয় দিয়ে সেই খরচ মেটানো সম্ভব নয়। এর ফলে সৃষ্টি হয়েছে ডলার সংকট।

সংকট নিরসনে রিজার্ভ থেকে ডলার বিক্রি করা শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতেই ডলারের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর