রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ | ১৫ বৈশাখ, ১৪৩১ | ১৮ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা স্বাস্থ্য

করোনার বুস্টার ডোজ নিতে এসএমএস লাগবে না


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩১ মে, ২০২২ ১১:২২ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

আগামী ৪ জুন থেকে দেশব্যাপী শুরু হচ্ছে করোনা টিকার বুস্টার ডোজ সপ্তাহ। এটি চলবে ১০ জুন পর্যন্ত।

সপ্তাহব্যাপী এ ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদুর্ধ্ব সকল বয়সী তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ টিকা গ্রহণ করতে পারবেন। তবে বুস্টার ডোজ নেওয়ার জন্য মোবাইল ফোনে এসএমএস আসার প্রয়োজন হবে না।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পার হলেই বুস্টার ডোজ নেওয়া যাবে। আগামী ৪ থেকে ১০ জুনের মধ্যে যে কোনো দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন।

সকল টিকা কেন্দ্রে প্রতিদিন সকাল ৯টা থেকে ভ্যাকসিন প্রদান শুরু হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য টিকা কার্ডটি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বুস্টার ডোজের পাশাপাশি করোনা টিকা দেওয়ার স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকবে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর