শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

খোঁজ মিললো নেপালে হারিয়ে যাওয়া বিমানের, নদীর তীরে বিধ্বস্ত


বিমানের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৯ মে, ২০২২ ৫:৪০ : অপরাহ্ণ

২২ আরোহী নিয়ে নিখোঁজ হওয়া নেপালি বিমানটির সন্ধান মিলেছে। বিমানটি নেপালের উত্তরাঞ্চলীয় ধাওয়ালাগিরি এলাকার মুস্তাং জেলার কোওয়াং গ্রামের লামচে নদীর তীরে বিধ্বস্ত হয়েছে। তবে বিমানের কোনও যাত্রীই সম্ভবত বেঁচে নেই।

ধ্বংসাবশেষ চিহ্নিত হলেও এখনও উদ্ধারকারী দল পাঠানো যায়নি। খারাপ আবহাওয়ার কারণে নামানো যাচ্ছে না হেলিকপ্টার।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে নেপাল সামরিক বাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়াল বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যানুযায়ী তারা এয়ার লাইনের বিমানটি বিধ্বস্ত হয়ে লামচে নদীর মুখে মানপতি হিমাল পাহাড়ের ধসে যাওয়া ভূমিতে গিয়ে পড়ে। নেপাল আর্মি বিমান এবং সড়ক পথে ঘটনাস্থলে রওয়ানা হয়েছে।

বিমানের আরোহীদের ব্যাপারে কোনো তথ্য সিলওয়াল জানাতে পারেননি।

এর আগে স্থানীয় সময় আজ রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে বেসরকারি বিমান কোম্পানি তারা এয়ারলাইন্সের বিমানটি নেপালের পোখরা থেকে জমসমের উদ্দেশে যাত্রা করে। কিন্তু উড্ডয়নের ১৫ মিনিট পর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর থেকে বিমানটি নিখোঁজ ছিল।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিমানটিতে মোট ২২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ১৯ জন যাত্রী এবং ৩ জন ক্রু সদস্য। যাত্রীদের মধ্যে ১৩ জন নেপালের, চারজন ভারতের (মুম্বাইয়ের বাসিন্দা) এবং দুই জন জার্মানির নাগরিক।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর