শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

ছাত্রলীগকে ‘কুলাঙ্গার’ বললেন ছাত্রলীগ নেতা!


চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :২৫ মে, ২০২২ ৬:০৩ : অপরাহ্ণ

চট্টগ্রামে একটি সভায় ছাত্রলীগকে ‘কুলাঙ্গার’ বলে আখ্যায়িত করেছেন সংগঠনটির মহানগর শাখার সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।

আজ বুধবার ৪টার দিকে নগরীর পুরাতন রেল স্টেশন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের ‘কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্যের’ প্রতিবাদে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্যের একপর্যায়ে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর আক্রমণাত্মক ভাষায় বলেন, ‘পাড়া-মহল্লায় কোনো জায়গায় ছাত্রলীগের কুলাঙ্গারদের ঠাঁই দেবেন না।’

তিনি তার ফেসবুক আইডিতে এ বক্তব্যের ভিডিও শেয়ার করেন। কিন্তু ছাত্রলীগকে ‘কুলাঙ্গার’ বলা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে তুমুল সমালোচনা সৃষ্টি হলে তিনি পরে ভিডিওটি সরিয়ে নেন।

এর মধ্যে তার বক্তব্যের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। যা নিয়ে ফেসবুকে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে নিন্দার ঝড় বইছে।

চট্টগ্রাম নগর ছাত্রলীগের কমিটির দুটি ধারা। একপক্ষের নেতা-কর্মীরা হলেন-শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী। অপরপক্ষের হলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী।

দুটি পক্ষ নগর ছাত্রলীগের বিভিন্ন থানা, ওয়ার্ড ও কলেজে পাল্টাপাল্টি কমিটি দিয়ে আসছেন।

জাকারিয়া দস্তগীর শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী।

আ জ ম নাছির উদ্দীনের অনুসারীরা বলছেন, পাল্টাপাল্টি কমিটির জের ধরে জাকারিয়া দস্তগীর প্রতিপক্ষ (আ জ ম নাছির গ্রুপ) ছাত্রলীগেনেতা-কর্মীদের কুলাঙ্গার বলেছেন। এর মাধ্যমে তিনি সমগ্র ছাত্রলীগকে কলঙ্কিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর রাজনীতি সংবাদকে বলেন, ‘আমার বক্তব্যে অনেকবার ছাত্রদলের কথা এসেছে। ছাত্রদলের কথা বলতে গিয়ে মুখ ফসকে ছাত্রলীগের কথা চলে এসেছে। এটা স্লিপ অব টাং। এটাকে নিয়ে অনেকে টানাটানি শুরু করেছে।’

ছাত্রলীগের অপর অংশের নেতা-কর্মীরা বলছেন, আপনি সংগঠনের প্রতিপক্ষকে বুঝিয়েছেন-এর জবাবে তিনি বলেন, ‘তারা কি ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত? এরকম একটি পাবলিক প্রোগ্রামে আমি কি আমাদের প্রতিপক্ষের (ছাত্রলীগের অপর অংশ) বিরুদ্ধে কথা বলবো? এদের জ্ঞানে, চিন্তায় এটা কীভাবে আসে?’

নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. মইনুর রহমান রাজনীতি সংবাদকে বলেন, ‘মুখ ফসকে হোক কিংবা অনিচ্ছাকৃত হোক ছাত্রলীগের একজন দায়িত্বশীল নেতা এমন কথা বলতে পারেন না। এ কথা বলে তিনি সমগ্র ছাত্রলীগকে কলঙ্কিত করেছেন।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর