বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ | ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ১ জমাদিউস সানি, ১৪৪৬

মূলপাতা খেলা

২ বছর পর মুশফিকের সেঞ্চুরি, ৬৮ রানের লিড নিয়ে থামলো বাংলাদেশ


সেঞ্চুরির পর মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ১৮ মে ২০২২, ৫:০৭ অপরাহ্ণ

তামিম ইকবালের পর চট্টগ্রাম টেস্টে শতক হাঁকিয়েছেন আরেক তারকা ব্যাটার মুশফিকুর রহিম। লঙ্কান বোলারদের দেখেশুনে খেলে চরম ধৈর্যের পরিচয় দিয়ে ২ বছর পর টেস্টে তিন অঙ্কের দেখা পেয়েছেন মুশফিক।

ব্যাটারদের কল্যাণে প্রথম ইনিংসে বড় রানের পুঁজি পাওয়ার পাশাপাশি লিডের দেখাও পেয়েছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার ৩৯৭ রানের জবাবে আজ বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টের চতুর্থ দিনে গিয়ে ৪৬৫ রানে থেমেছে স্বাগতিকদের ইনিংস।

তামিম ইকবালের ১৩৩, মুশফিকুর রহিমের ১০৫, লিটন দাসের ৮৮ ও মাহমুদুল হাসান জয়ের ৫৮ রানে ভর করে এই সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

৬ উইকেটে ৪৩৬ রান নিয়ে নেমেই সেঞ্চুরিয়ান মুশফিককে হারায় বাংলাদেশ। মন্থর সেঞ্চুরিতে এক প্রান্ত আগলে পড়ে থাকা মুশফিক ধৈর্য হারান লাসিথ এম্বুলদেনিয়ার বলে।

বাঁহাতি স্পিনারকে সুইপ করতে গিয়েছিলেন। লেগ স্টাম্পে পিচ করা বল টার্ন করে ভেঙ্গে দেয় তার স্টাম্প। ২৮২ বলে ৪ বাউন্ডারিতে ১০৫ রান করেন তিনি।

এরপর দ্রুতই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল দল। নাঈম হাসান অবশ্য দিচ্ছিলেন দৃঢ়তার আভাস। থিতুও হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু ৫৩ বল খেলে থামেন তিনিও। ধনঞ্জয়া ডি সিলভার বলে ৯ রান করা নাঈম ক্যাচ দেন ফরোয়ার্ড শর্ট লেগে।

শরিফুলকে নিয়ে পরে ৩২ বল টিকে আরও ১৫ রান যোগ করেন তাইজুল ইসলাম। পেসার আসিতা ফার্নান্দো একের পর এক বাউন্সার টার্গেট করছিলেন তাদের। সেই পরিকল্পনাতেই আসে সফলতা। ফার্নান্দোর বাউন্সার পুল করতে গিয়ে পুরো ব্যাটে নিতে পারেননি তাইজুল। টপ এজ হয়ে ক্যাচ যায় ফাইন লেগে। ৪৫ বলে ২০ রানের ইনিংস ফেরেন তাইজুল।

স্বাগতিকদের ইনিংস অবশ্য থেমে যায় অদ্ভুতভাবে। কাসুন রাজিতার বল ঘুরিয়ে মারতে গিয়ে ব্যাটে লাগাতে পারেননি শরিফুল। হাত ঘুরে উলটো ব্যথায় কাতরে মাটিতে বসে পড়েন তিনি। দেখে মনে হয়েছে তারও হাতের পেশিতে টান পড়েছে।

এরপরই মাঠ ছেড়ে বেরিয়ে যান বাংলাদেশের শেষ দুই ব্যাটসম্যান। অফিসিয়াল স্কোরার জানান, শরিফুল হয়েছেন রিটায়ার আউট, বাংলাদেশের ইনিংস তাই শেষ ৪৬৫ রানে।

লঙ্কানদের হয়ে সবচেয়ে সফল কনকাশন বদলি নামা রাজিতা। ২৪.১ ওভার বল করে ৬০ রানে ৪ উইকেট নেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১৫৩ ওভারে ৩৯৭/১০ (ফার্নান্দো ৩৬, করুনারত্নে ৯, মেন্ডিস ৫৪, সিলভা ৬, ম্যাথুজ ১৯৯ , চান্দিমাল ৬৬, ডিকভেলা ৩, মেন্ডিস ১, এম্বুলদেনিয়া ০, বিশ্ব ১৭, ;সাকিব ৩৯-১২-৬০-৩,নাঈম ৩০-৪-১০৫-৬,তাইজুল ৪৮-১২-১০৭-১ ,শরিফুল ২০-৩-৫৫-০,খালেদ ১৬-১-৬৬-০)।

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৭০.১ ওভারে ৪৬৫/১০ (তামিম ১৩৩, মাহমুদুল ৫৮, মুমিনুল ২, শান্ত ১, মুশফিক ১০৫, লিটন ৮৮, নাঈম ৯, সাকিব ২৬, তাইজুল ২০, খালেদ ০, শরিফুল ৩ ;বিশ্ব ৮-০-৪২-০, ফার্নান্দো ২৬-৪-৭২-৩, মেন্ডিস ৪৫-১০-৪৫-০,এম্বুলদেনিয়া ৪৭-৯-১০৪-১, ডি সিলভা ১৯-২-৪৮-১,কাসুন ২৪.১-৬-৬০-৪)।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর