সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চাকরি

দুর্নীতি দমন কমিশনে চাকরির সুযোগ, নেবে ১৬৪ জন



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৪ মে, ২০২২ ১২:৫১ : অপরাহ্ণ

দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ১৬৪টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে।

নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আগামী ১ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। চলবে ১৫ জুন পর্যন্ত।

১.পদের নাম: কোর্ট পরিদর্শক

পদের সংখ্যা: ১৩টি

শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা এলএলবি ডিগ্রি

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

২. পদের নাম: গাড়িচালক

পদের সংখ্যা: ২৬টি

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (ন্যূনতম দ্বিতীয় বিভাগ)

অন্যান্য যোগ্যতা: হালকা এবং ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে

এ পদে যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, জামালপুর, নোয়াখালী, সিরাজগঞ্জ, মাগুরা, নড়াইল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৩. পদের নাম: কনস্টেবল

পদের সংখ্যা: ১২৫টি

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ।

এ পদে যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, রাঙামাটি, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, পিরোজপুর ও বরগুনা।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।

বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর (শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য)

কোর্ট পরিদর্শক পদের ক্ষেত্রে দুদকে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে: প্রার্থীরা আগামী ১ জুন থেকে এই লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন।

চাকরির খবর আরও পড়ুন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর