শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় মন্ত্রী-এমপিদের দেশত্যাগ ঠেকাতে বিমানবন্দর অবরোধ


আজ শ্রীলঙ্কার মন্ত্রী-এমপিদের দেশত্যাগ ঠেকাতে বিমানবন্দরে অবস্থান নেন দেশটির বিক্ষোভকারীরা। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১০ মে, ২০২২ ৫:১৬ : অপরাহ্ণ

শ্রীলঙ্কায় বিক্ষোভ-সহিংসতার মধ্যে মন্ত্রী-এমপিদের দেশত্যাগ ঠেকাতে বিমানবন্দর অবরোধ করে রেখেছেন বিক্ষোভকারীরা।

আজ মঙ্গলবার শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম ডেইলি মিররের খবরে বলা হয়, দেশটির মন্ত্রী-এমপিরা যাতে বিদেশে পালাতে না পারেন সেই কারণে বিমানবন্দরে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা।

সোমবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের আহ্বানে পদত্যাগপত্র জমা দেন মাহিন্দা রাজাপাকসে। এরপর মঙ্গলবার প্রাণে বাঁচতে সপরিবারে দেশটির নৌ-ঘাঁটিতে আশ্রয় নেন তিনি।

অর্থনৈতিক বিপর্যয় ও মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে মাহিন্দাসহ বেশ কয়েকজন মন্ত্রী-এমপির বাসভবনে আগুন দেয়া হয়। চলমান এ বিক্ষোভের মধ্যে মন্ত্রী-এমপিরা যাতে বিদেশে যেতে না পারেন, সেই উদ্দেশ্যে এ অবস্থান নেন বিক্ষোভকারীরা।

এর আগে সোমবার সন্ধ্যায় এক বিক্ষোভকারীকে হত্যার পর শ্রীলঙ্কার একজন এমপি আত্মহত্যা করেন। এখন পর্যন্ত দেশটিতে আটজন বিক্ষোভকারী মারা গেছেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর