সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বাণিজ্য

সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০০ টাকা ছুঁই ছুঁই


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৫ মে, ২০২২ ৬:০১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশের বাজারে এক লাফে অনেকটাই দাম বেড়েছে সয়াবিন তেলের। খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৪৪ টাকা, বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৮ টাকা আর পাম সুপার তেলের দাম ৩৯ টাকা বাড়ানো হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন দাম বাড়ানোর এই ঘোষণা দেয়।

নতুন দর অনুযায়ী, খোলা প্রতি লিটার পরিশোধিত সয়াবিন তেলের দাম পড়বে ১৮০ টাকা। যা আগে ছিল ছিল ১৩৬ টাকা।

প্রতি লিটারে বোতলজাত সয়াবিন তেলের দাম পড়বে ১৯৮ টাকা। যা আগে ছিল ১৬০ টাকা।

বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম ২২৫ টাকা বেড়ে হয়েছে ৯৮৫ টাকা। যা আগে ছিল ৭৬০ টাকা।

প্রতি লিটার পরিশোধিত খোলা পাম সুপার তেলের দাম পড়বে ১৭২ টাকা। যা আগে ছিল ১৩৩ টাকা।

আরও পড়ুন: কমলো রান্নার এলপি গ্যাসের দাম, ১২ কেজি ১৩৩৫ টাকা

এরআগে, গত মার্চ মাসে ভোজ্য তেলের আমদানি পর্যায়ে শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে মাত্র ৫ শতাংশ বহাল রেখে আমদানি, পরিশোধন ও ভোক্তাপর্যায়ে সব ধরনের ভ্যাট তুলে নেয় সরকার।

শুল্ক কমানোর পর গত ২০ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে লিটারে ৮ টাকা কমিয়ে নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

ওই ঘোষণা অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম ঠিক করা হয় ১৬০ টাকা, বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম ৭৬০ টাকা এবং খোলা সয়াবিনের দাম ১৩৬ টাকা নির্ধারণ করা হয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর