শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

সাজাপ্রাপ্ত হাজী সেলিম কোন আইনে বিদেশ গেলেন, জানতে চান রিজভী


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৪ মে, ২০২২ ২:৪৬ : অপরাহ্ণ
রুহুল কবির রিজভী ও হাজী সেলিম
Rajnitisangbad Facebook Page

অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের দেয়া ‘দণ্ডিত আসামির দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই’ বক্তব্য তুলে ধরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানতে চেয়েছেন, ‘হাজী সেলিমের সেই সুযোগ কীভাবে হলো’!

তিনি প্রশ্ন রাখেন, ‘আইন যদি সবার জন্য সমান হয় তাহলে কোন আইনে সাজাপ্রাপ্ত হাজী সেলিম চিকিৎসার জন্য বিদেশ গেলেন? এখানে বেগম খালেদা জিয়ার জন্য এক আইন আর হাজী সেলিমের জন্য অন্য আইন কোন সংবিধানে, কোন গ্রন্থে আছে?’

আজ বুধবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘দুর্নীতির মামলায় হাজী সেলিম আত্মসমর্পণ না করেই দেশ ছেড়েছেন। নির্বিঘ্নে তার বিদেশ পাড়ি দেয়ার ঘটনায় এটা প্রমাণিত হয়েছে যে, ক্ষমতাসীন দলের নেতা-মন্ত্রীদের কাছে আদালত অসহায়।’

এ বিএনপি নেতা বলেন, ‘র‌্যাব-পুলিশ যেভাবে বিরোধী দল-মতের মানুষের পেছনে লেগে আছে, দৃশ্যত আদালতের ভূমিকাও প্রায় একই ধরনের। সরকার দেশের আইন-আদালত-বিচার-প্রশাসন সবকিছু দলীয়করণের ঘনকালো আলখাল্লায় ঢেকে দিয়েছে।’

রিজভী অভিযোগ করে বলেন, ‘আদিম বন্য শাসন চলছে দেশের প্রতিটি সেক্টরে। মুজিব কোটধারী আওয়ামী লীগার ও প্রধানমন্ত্রীর ছত্র ছায়াপ্রাপ্তরা দেশের সকল আইন কানুনের ঊর্ধ্বে। হীরক রানির দেশে তাদের জন্য সাত খুন মাফ।’

এ বিএনপি নেতা বলেন, ‘বিএনপির জন্য আদালতগুলো ক্যাঙারু কোটে পরিণত করা হয়েছে, বিচারালয়গুলো ক্ষমতাসীনদের ইচ্ছা পূরণের মেশিনে পরিণত হয়েছে। এটাই এখন শেখ হাসিনার তথাকথিত ন্যায় বিচারের নতুন মডেল।’

আরও পড়ুন: ১০ বছরের সাজা মাথায় নিয়ে গোপনে দেশ ছাড়লেন হাজী সেলিম

উল্লেখ্য, দুর্নীতির মামলায় ১০ বছরের সাজা মাথায় নিয়ে গত ৩০ এপ্রিল গোপনে থাইল্যান্ডের ব্যাংকক চলে গেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিম। গত সোমবার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়।

হাজী সেলিমের বিদেশযাত্রা নিয়ে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম ও স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করেন রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, আবদুস সালাম আজাদ, তারিকুল ইসলাম তেনজিং, আবদুস সাত্তার পাটোয়ারী, জাসাসের জাকির হোসেন রোকন, স্বেচ্ছাসেবক দলের ডা. জাহিদুল কবির প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর