সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

ভারতের সহযোগিতা চাওয়া জাতির জন্য লজ্জার বিষয়: ফখরুল


মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১ মে, ২০২২ ৭:০১ : অপরাহ্ণ

র‌্যাবের শীর্ষ সাত কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে আওয়ামী লীগ সরকার প্রতিবেশী ভারতের সহযোগিতায় চাওয়ায় তা জাতির জন্য ‘লজ্জার বিষয়’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘এই সরকার সম্পূর্ণভাবে পরনির্ভরশীল হয়ে গেছে। তারা নিজেদের স্বার্থ ছাড়া অন্য কোনো স্বার্থ দেখে না।’

আজ রোববার দুপুরে রাজধানীর কাকরাইলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ওপর যে নিষেধাজ্ঞা এসেছে, তা প্রত্যাহারের জন্য তারা (আওয়ামী লীগ) প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দেয়। তাতে সুবিধা না হলে পরে ভারতের সহযোগিতা নিয়ে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করাতে চায়। এটা জাতির জন্য লজ্জার বিষয়।’

আরও পড়ুন: ভারতের সঙ্গে বন্ধুত্ব রেখেই তিস্তা সমস্যার সমাধান: কাদের

আওয়ামী সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বাসনা চরিতার্থ করতে ‘হত্যা-গুম-খুন’ করছে অভিযোগ এনে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার মানবাধিকার লঙ্ঘন করছে। এটা মেনে নেওয়া যায় না। বিনা বিচারে হত্যা করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে। আমরা কি সারাজীবন পুলিশ নির্যাতন, সরকারি নির্যাতনের মধ্যে থাকবো? এই অবস্থা চলতে দেওয়া যেতে পারে না।’

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা একাত্তরে মুক্তিযুদ্ধ করেছিলাম একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, যেখানে মানুষের আয়ের সমতা থাকবে। বেঁচে থাকার জন্য যা যা দরকার তা মানুষ পাবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে ৫০ বছর পর আমাদের সেটা নিয়ে পরিতাপ করতে হয়। এ সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নাই। সরকার জনগণ দ্বারা প্রত্যাখাত।’

অধিকার আদায়ের সংগ্রামে শ্রমিকদের সামিল হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘কোনো দাবি আদায় হয় না সংগ্রাম ছাড়া, কোনো রক্তপাত ছাড়া। রাস্তায় নেমে যখন অধিকারের আওয়াজ তুলবেন তখনই যারা সরকারে থাকে তখনই তারা তাদের বাধা দেবে, গুলি করবে। তারা অত্যাচার করবে। কিন্তু সেই বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে।’

নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য বিএনপি যে আন্দোলন করছে, তাতেও শ্রমিক শ্রেণির সমর্থন থাকবে বলে সমাবেশে প্রত্যাশা করেন মির্জা ফখরুল।

সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর