শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

ভারতের সঙ্গে বন্ধুত্ব রেখেই তিস্তা সমস্যার সমাধান: কাদের


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১ মে, ২০২২ ৫:৪৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

তিস্তা নদীর পানি সমস্যা সমাধান ভারতের সঙ্গে বিরোধ করে নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই করতে হবে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘তিস্তা নদী পানি বণ্টনের অমীমাংসিত বিষয়ে ভারতের কাছে বাংলাদেশ সাহায্য চাইতেই পারে, কারণ এটা জাতীয় স্বার্থ। ২১ বছর বিরোধ রেখে দেশের কোনো লাভ হয়নি, বরং ক্ষতি হয়েছে। ভারতের সঙ্গে বন্ধুত্ব রেখেই আলোচনা করে সব সমস্যার সমাধান করতে হবে।’

আজ রোববার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন।

‘সরকার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জিম্মি, তাদের ওপর নির্ভর করে ক্ষমতায় টিকে আছে’-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের কড়া সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই। আওয়ামী লীগ কোনো শক্তির কাছে জিম্মি নয়, আওয়ামী লীগের শক্তির উৎস এই দেশের জনগণ। জনগণ যাদের শক্তির উৎস, তাদের অন্য কোনো শক্তির কাছে জিম্মি হতে পারে না।’

আরও পড়ুন: ভারতের সহযোগিতা চাওয়া জাতির জন্য লজ্জার বিষয়: ফখরুল

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিদেশে তাদের প্রভু রয়েছে। তারা (বিএনপি) তাদের প্রভুদের কাছে নালিশ জানায়। আমাদের বিদেশে যারা আছে তারা বন্ধু, প্রভু নয়। বিদেশে আমাদের কোনো প্রভু নাই।’

এদেশের প্রতিটি সংকট ও দুর্যোগে সবার আগে পৌঁছে যায় আওয়ামী লীগ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সংকটে, দুর্যোগে আওয়ামী লীগ কখনো হতাশ হয় না। শেখ হাসিনার বলিষ্ঠ ও বিচক্ষণ নেতৃত্বে সবাই কাজ করে যাচ্ছেন।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানাসহ অন্যান্য নেতারা।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর