রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

চাঁদ দেখা যাওয়ায় আফগানিস্তানে আজ ঈদ



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১ মে, ২০২২ ১১:৩৯ : পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যের কোনো দেশে চাঁদ দেখা যায়নি। ফলে সৌদি আরব, আরব আমিরাতসহ অন্যান্য সকল দেশে ঈদ উদযাপিত হবে সোমবার।

কিন্তু ব্যতিক্রম ঘটেছে দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানের বেলায়। আজ রোববার আফগানিস্তানে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। খবর : এমএম নিউজ.টিভি ও পাজুক.কম।

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গতকাল শনিবার দেশটির কয়েক স্থানে চাঁদ দেখা যাওয়ার প্রেক্ষাপটে তালেবান সরকার এই সিদ্ধান্ত নেয়।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ফারাহ, গজনি, কান্দাহার, ঘুর এলাকায় চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আজ রোববার ঈদুল ফিতর উদযাপিত হবে।

তালেবান মুখপাত্র ও তথ্য প্রতিমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদও রোববার ঈদের কথা ঘোষণা করে আফগানদের অভিনন্দন জানান।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর