নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩০ এপ্রিল, ২০২২ ২:৪৪ : অপরাহ্ণ
ঢাকা হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্স থেকে ৭০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস প্রিভেন্টিভ টিম।
এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৮ কেজি ১২০ গ্রাম।
আজ শনিবার দুপুরে শারজাহ থেকে আসা ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ৭০ পিস গোল্ডবার ঢাকায় আসে। সেখানে ময়লা ফেলার পলিথিন থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন