শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা স্বাস্থ্য

৫ থেকে ১২ বছরের শিশুদের করোনার টিকা দেয়া হবে জুনে



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩০ এপ্রিল, ২০২২ ১২:৩০ : পূর্বাহ্ণ

আগামী জুনের মধ্যে ৫ থেকে ১২ বছরের শিশুদের করোনার টিকা দেয়ার ব্যবস্থা নিয়েছে সরকার। এর আওতায় আসবে প্রায় দুই কোটি শিশু। এজন্য বিশেষ ধরনের টিকা (ফাইজার) শিশুদের জন্য তৈরি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া শুভ্র সেন্টারে এক ইফতার মাহফিলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়েছেন।

জাহিদ মালেক বলেন, ‘ইতিমধ্যে বিশ্বস্বাস্থ্য সংস্থা থেকে শিশুদের টিকার ব্যাপারে অনুমোদন নেয়া হয়েছে। পাশাপাশি আমাদের হাতে ৩০ লাখ টিকাও চলে এসেছে। শিশুদের টিকা গ্রহণে যাতে কোন সমস্যা না হয় তার জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থাও নেয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমার মা-বাবাদের বলবো, ৫ থেকে ১২ বছরের শিশুদের জন্ম নিবন্ধন করে নেবেন। জন্মনিবন্ধন দিয়ে টিকার রেজিস্ট্রেশন করে ফেলবেন। যাতে টিকা নিতে কোনও সমস্যা না হয়।’

জাহিদ মালেক বলেন, ‘দেশের ৯৮ শতাংশ লোক টিকার আওতায় চলে আসায় আমাদের দেশে করোনার চতুর্থ ঢেউ আসবে না। আমরা ইতোমধ্যে প্রায় ২৫ কোটি ডোজ টিকা দিয়ে ফেলেছি। এখন বুস্টার ডোজ দিচ্ছি। যারা বুস্টার ডোজ নেননি তারা দ্রুত তা নেবেন।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর