শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মারা গেছেন


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩০ এপ্রিল, ২০২২ ১:৪৯ : পূর্বাহ্ণ
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
Rajnitisangbad Facebook Page

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মারা গেছেন।

শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর বেসরকারী একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

আবুল মাল আবদুল মুহিতের ছোটভাই পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেনের দপ্তর থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা এক বিবৃতিতে জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশান আজাদ মসজিদে আবুল মাল আবদুল মুহিতের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ প্লাজায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

দুপুর ১২টায় সাবেক এই অর্থমন্ত্রীর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় শহীদ মিনারে নেওয়া হবে। এরপর দাফনের জন্য তার মরদেহ সিলেটে নেয়া হবে।

১৯৩৪ সালের ২৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন আবুল মাল আবদুল মুহিত। তিনি একজন খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক ও ভাষাসৈনিক ছিলেন। আগের সরকারের টানা দুই মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন মুহিত। এরশাদ সরকারের আমলে দুটিসহ বারোটি বাজেট দিয়ে রেকর্ড তৈরি করেন তিনি।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অর্থমন্ত্রীর দায়িত্ব পান মুহিত। ২০০৯-১০ অর্থবছরে এক লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করেন তিনি। ক্রমান্বয়ে বাজেটের আকার বাড়িয়ে যাওয়ার আগে চার লাখ ৬৪ হাজার কোটি টাকার বাজেট দিয়ে যান তিনি।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর