শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

মধ্যরাতে উত্তপ্ত নিউমার্কেট, শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ, আহত ১০


রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৯ এপ্রিল, ২০২২ ১:৩৮ : পূর্বাহ্ণ

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে এই সংঘর্ষের শুরু হয়।

এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। রাত একটার দিকে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ফুটপাতের দোকানে কাপড় কেনা কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এক পর্যাযে ধানমন্ডি হকার্স মার্কেট ও চন্দ্রিমা সুপার মার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

শিক্ষার্থীরা দাবি করছেন, ঢাকা কলেজের নর্থ হলের দুই শিক্ষার্থী সোমবার রাত ৯টার দিকে নিউ সুপার মার্কেটে কেনাকাটা করতে যান। ওই সময়ে দরদাম নিয়ে তর্কতর্কি হয়। এক পর্যায়ে দোকান কর্মচারী ওই দুই শিক্ষার্থীকে ছুরি দিয়ে আঘাত করেন।

ঘটনাটি ক্যাম্পাসে জানাজানি হলে রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাত ১২টার দিকে হোস্টেলের শত শত শিক্ষার্থী কলেজের সামনের রাস্তা অবরোধ করে রাখেন। একপর্যায়ে তারা আশপাশের মার্কেটের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। তখন দোকান কর্মচারীরাও তাদের লাঠি দিয়ে ধাওয়া দেন।

ওই ঘটনার জেরে মধ্যরাতেও নিউমার্কেট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে সড়কগুলোতে যানজট দেখা দেয়। পুলিশ দুপক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে থাকে।

পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশিদ বলেন, রাত ১টার দিকে শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসের ভেতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর