বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

রাশিয়া পারমাণবিক হামলা চালাবে, বিশ্বকে প্রস্তুত হতে বললেন জেলেনস্কি


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৬ এপ্রিল, ২০২২ ১০:৩৮ : পূর্বাহ্ণ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
Rajnitisangbad Facebook Page

ইউক্রেনকে লক্ষ্য করে রাশিয়া পারমাণবিক হামলা চালাতে পারে-এমন আশঙ্কা সম্পর্কে বিশ্বকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গতকাল শুক্রবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তার এই আশঙ্কার কথা বলেন।

গত মাসে ক্রেমলিন জানিয়েছে, রাশিয়া যদি কখনো অস্তিত্ব সংকটে পড়ে তাহলে শুধু তখনই পরমাণু বোমার ব্যবহার করবে।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নস আশঙ্কাপ্রকাশ করে বলেছিলেন, লড়াইয়ের মধ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া।

রুশ পরমাণু হামলা নিয়ে সিআইএ পরিচালকের করা এই মন্তব্য নিয়ে তিনি চিন্তিত কিনা এমন প্রশ্ন করা হয় জেলেনস্কিকে।

প্রশ্নের জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, শুধু আমি নয়, সব দেশ ও সমগ্র বিশ্বই উদ্বিগ্ন। এই আশঙ্কা সত্যি হতে পারে। আমাদের ভয় পাওয়া চলবে না কিন্তু আমাদের প্রস্তুত হতে হবে।

সাক্ষাৎকারে ডুবে যাওয়া রুশ যুদ্ধ জাহাজ মস্কভা নিয়ে প্রশ্ন করা হয় জেলেনস্কিকে।

জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা জানি যে এই জাহাজ আর নেই। এটি আমাদের দেশের বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র ছিল। তাই এর ডুবে যাওয়া আমাদের জন্য কোনো ট্র্যাজেডি নয়। আমাদের আক্রমণ করার জন্য রুশ ফেডারেশনের যত কম অস্ত্র থাকবে, আমাদের জন্য তত ভালো।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর