শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

রাজধানীর পুরান ঢাকায় প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে


রাজধানীর লালবাগ এলাকার শহীদনগরে প্লাস্টিক কারখানায় আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৫ এপ্রিল, ২০২২ ১:৪১ : অপরাহ্ণ

রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। তাদের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে টিনশেডের এই প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্লাস্টিকের কারখানাটিতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া আগুনে কারখানাটিতে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়েও তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, আজ দুপুর ১২টা ৬ মিনিটের দিকে টিনশেডের কারখানাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট দুপুর সোয়া ১২টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও ১১টি ইউনিট পাঠানো হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর