শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

আবার পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম শুরু হলো, ঘোষণা ইমরান খানের


ইমরান খান

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১০ এপ্রিল, ২০২২ ৮:১৩ : অপরাহ্ণ

পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি তার বিদেশি ষড়যন্ত্রের দাবির পুনরাবৃত্তি করে বলেছেন-‘আজ থেকে স্বাধীনতা সংগ্রাম শুরু হচ্ছে।’

আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ইমরান খান বলেন, ‘১৯৪৭ সালে পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হয়। কিন্তু শাসন পরিবর্তনে বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ আবার পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে।’

টুইটারের বার্তায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এই চেয়ারম্যান বলেছেন, ‘দেশের জনগণই সর্বদা তাদের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করে।’

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বানি গালায় পিটিআইয়ের কেন্দ্রীয় কোর এক্সিকিউটিভ কমিটির (সিইসি) একটি বৈঠকে সভাপতিত্ব করেন।

ওই বৈঠকে ভবিষ্য পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে।

সিনিয়র পিটিআই নেতা এবং প্রাক্তন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী ঘোষণা করেছেন যে, তার দল আগামীকাল (সোমবার) জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করবে, যদি প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে পিএমএল-এন সভাপতি শেহবাজ শরীফের মনোনয়নের বিষয়ে তার দলের আপত্তির সুরাহা না হয়।

দেশটির তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ৭০ বছর বয়সী ছোট ভাই বিরোধীদলীয় নেতা শেহবাজ শরিফ সোমবার নির্ধারিত প্রধানমন্ত্রী নির্বাচনে যৌথ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির একটি বিশেষ আদালত একই দিনে শরীফ এবং তার ছেলে হামজার বিরুদ্ধে একটি মানি লন্ডারিং মামলাযর রায় দিতে পারে।

ফাওয়াদ চৌধুরী বলেন, ‘এটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যে, আমরা বিধানসভায় এই চোর এবং ডাকাতদের সঙ্গে বসতে পারি না। সবাই সর্বসম্মত সম্মতিতে সিদ্ধান্ত নিয়েছেন যে, আমরা জাতীয় পরিষদ থেকে গণপদত্যাগ করতে যাচ্ছি। আমাদের সকল সংসদ সদস্য পদত্যাগ করবেন’।

বিরোধী দলকে ‘গুণ্ডা, ডাকাত ও লুটেরা’ আখ্যা দিয়ে ইমরান খানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বলেছেন যে, তিনি তাদের সঙ্গে সংসদে বসতে পারবেন না।

সমাজতান্ত্রিক, উদারপন্থী এবং বিপ্লবী ধর্মীয় দলের সমন্বয়ে গঠিত পাকিস্তানের যৌথ বিরোধী দল গত রাতে একটি নাটকীয় ভোটে ৩৪২ সদস্যের জাতীয় পরিষদে ১৭৪ সদস্যের সমর্থনে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করেছে।

শনিবার দিনভর নানা নাটকীয়তা, মধ্যরা‌তে সংস‌দের স্পিকার, ডেপু‌টি স্পিকা‌রের পদত্যা‌গের পর অনাস্থা ভো‌টে হে‌রে পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রীর পদ হারা‌ন ইমরান খান।

ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য জাতীয় পরিষদের অধিবেশন আগামীকাল সোমবার স্থানীয় সময় দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্থানীয় সময় রোববার দুপুর ২টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে। দুপুর ৩টায় শুরু হবে ‘স্ক্রুটিনি’।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর