শনিবার, ৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

পদযাত্রা নিয়ে গণভবনে সোহেল তাজের স্মারকলিপি


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১০ এপ্রিল, ২০২২ ৬:৩৯ : অপরাহ্ণ
তিন দফা দাবিতে সংসদ ভবন এলাকা থেকে পদযাত্রা নিয়ে গণভবনে যান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

ঐতিহাসিক ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠনের দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণাসহ তিন দফা দাবিতে সংসদ ভবন এলাকা থেকে পদযাত্রা করে গণভবনে গেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

সেখানে তিনি তার দিন দফা দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন। প্রধানমন্ত্রীর পক্ষে তার প্রতিনিধিরা এই স্মারক লিপি গ্রহণ করেন বলে গণভবন থেকে বের হয়ে গণমাধ্যমকে জানিয়েছেন সোহেল তাজ।

আজ রোববার বিকেল ৪টা ২০ মিনিটে মানিক মিয়া এভিনিউ থেকে গণভবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন তিনি। বিকেল সাড়ে চারটার দিকে তিনি গণভবনের ফটকে পৌঁছান।

সেখানে কিছু সময় অপেক্ষা করে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি পেশ করেন।

সোহেল তাজের বাকি দুই দফা দাবি হলো-৩ নভেম্বর জেল হত্যা দিবসকে জাতীয়ভাবে পালন এবং মুক্তিযুদ্ধের সকল সংগঠক এবং বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি।

পদযাত্রায় সোহেল তাজের বেশ কিছু কর্মী-সমর্থক অংশ নেন।

এর আগে গত বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ৩ দফা দাবিতে কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা তাজউদ্দীন আহমদের সন্তান সোহেল তাজ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর