শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১ | ১০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা স্বাস্থ্য

করোনায় শনাক্ত ৪৪ জন, মৃত্যু নেই


নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :৭ এপ্রিল, ২০২২ ৪:০১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) কারো মৃত্যু হয়নি। এসময় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৪ জন।

দেশে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৩ জনে অপরিবর্তিত রয়েছে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৯৪৭ জনে।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বুধবার করোনায় কারো মৃত্যু হয়নি। এ সময় করোনা শনাক্ত হয় ৩৬ জনের।

আরও পড়ুন: ভারতে করোনার নতুন রূপ ‘এক্সই’, সংক্রমণ ওমিক্রনের চেয়ে বেশি

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার তুলনায় শনাক্তের হার শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬২৭ জন।

এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৮৬ হাজার ৬৬৩ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর