বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

আমেরিকার কাছে ধরনা দেওয়ার দরকার নেই, আ.লীগকে ফখরুল


মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৬ এপ্রিল, ২০২২ ৯:৩১ : অপরাহ্ণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপিকে নির্বাচনে আনতে যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রীর প্রকাশ্যে অনুরোধই প্রমাণ করে যে আওয়ামী লীগই বিদেশিদের কাছে ধরনা দেয়, বিএনপি নয়।’

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে গত সোমবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করেন মার্কিন এ কে আব্দুল মোমেন। বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিএনপি যাতে নির্বাচনে অংশ নেয় সেজন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন।

আজ বুধবার বিকেলে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ প্রসঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের কাছে অনুরোধ করেছেন, বাংলাদেশে গণতন্ত্রের জন্য বিএনপিকে নির্বাচনে নিয়ে আসতে হবে। কিন্তু ওবায়দুল কাদের সব সময় বক্তব্য দেন, বিএনপি নাকি বিদেশিদের কাছে ধরনা দেয়। আজ প্রমাণিত হয়েছে, বিদেশিদের কাছে যারা ধরনা দেয়, তারা হচ্ছে আওয়ামী লীগ।’

আরও পড়ুন: বিএনপিকে নির্বাচনে আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আমেরিকার কাছে ধরনা দেওয়ার কোনো দরকার নেই। বাংলাদেশেই প্রথম কাজটি করুন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের মাতা-তাকে মুক্ত করুন। যতগুলো মিথ্যা মামলা রয়েছে তা প্রত্যাহার করুন এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। একই সঙ্গে আপনারা পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। এটা হলো আপনাদের প্রথম কাজ।’

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘আবারও বিরোধী দলবিহীন নির্বাচন করার জন্য ক্ষমতাসীনেরা এরই মধ্যে তৎপরতা শুরু করেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিগত নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে পুরোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিরোধী দল যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সে জন্য তারা সারা দেশে এ ধরনের মামলার মাধ্যমে সাজা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।’

সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘ঢাকা শহরের রাস্তা নিয়ে কথা হচ্ছে অনেক। এখানে সেতুমন্ত্রী সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যার মন্ত্রণালয় সবচেয়ে বেশি ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে ঢাকা শহরসহ সারা দেশে সড়কে নিরাপত্তা দিতে।’

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য দেন। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ইসলামিক পার্টি, বাংলাদেশ ন্যাপ ও বাংলাদেশ লেবার পার্টির নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর