বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ | ৪ বৈশাখ, ১৪৩১ | ৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা শিক্ষা

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯৩৩৯


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৫ এপ্রিল, ২০২২ ১:৫১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর (পুরান ভবন) এক সংবাদ সম্মেলন করে এই ফল ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এবারের পরীক্ষায় ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী পাস করেছেন। এদের মধ্যে ৫৫ দশমিক ১৩ শতাংশই মেয়ে।

পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।

এ বছর ১ লাখ ৩৯ হাজার ৭৪২ পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। পরীক্ষার জন্য আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন।

এদের মধ্যে ৩৪ হাজার ৮৩৩ জন ছেলে এবং ৪৪ হাজার ৫০৪ জন মেয়ে উত্তীর্ণ হয়েছে। মেয়েদের পাসের হার ৫৬ দশমিক ৬ শতাংশ।

ছেলেদের পাসের হার ৪৩ দশমিক ১৩ শতাংশ। সর্বোচ্চ ৯২ দশমিক ৫ নম্বরও পেয়েছেন সুমাইয়া মুসলেম মিম। তিনি খুলনা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে অংশ নিয়েছিলেন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৩৫০ জন দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাচ্ছেন।

বাকিদের মধ্যে মেধাক্রম অনুযায়ী ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন। বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৬ হাজার ৪৮৯টি।

যেভাবে জানা যাবে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা দুইভাবে ফল জানতে পারবেন-

(১) অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের ভর্তি ওয়েবসাইট থেকে। https://result.dghs.gov.bd/mbbs ওয়েবসাইট ব্রাউজ করে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাতালিকার পিডিএফ কপি সংগ্রহ করা যাবে।

(২) মেডিকেল ভর্তি ফলাফল প্রকাশের পর ভর্তি আবেদনে দেওয়া মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফল জানিয়ে দেয়া হবে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর