নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩১ মার্চ, ২০২২ ৪:১৬ : অপরাহ্ণ
জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের নতুন খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন গোপালগঞ্জের জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলামের (গওহরডাঙ্গা মাদ্রাসা) প্রিন্সিপাল মুফতি রুহুল আমীন।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে গণমাধ্যমকে মুফতি রুহুল আমীন বলেন, আমি এখনও নিয়োগপত্রের চিঠি পাইনি। তবে খতিব হিসাবে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।
মুফতি রুহুল আমীন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হিসাবেও দায়িত্ব পালন করছেন।
গত ৩ ফ্রেব্রুয়ারি বায়তুল মোকাররমের সাবেক খতিব অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহ উদ্দিন মারা যাওয়ার পর পদটি এতোদিন খালি ছিল।
গত জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাকে মনোনয়ন দেওয়া হয়নি।
দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তরের (ইসলামিক শিক্ষা ও আরবি) স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছিলেন মুফতি রুহুল আমিন।
২০১৮ সালের ৪ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘শুকরানা মাহফিলে’ তিনি প্রধানমন্ত্রীকে এ উপাধি দেন।
মুফতি রুহুল আমিন আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.) এর ছেলে।