রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৮ মার্চ, ২০২২ ১১:২১ : পূর্বাহ্ণ
অবশেষে ঘোষণা করা হলো ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) বিজয়ীদের নাম।
হলিউডের ডলবি থিয়েটারে চোখ ধাঁধানো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হয় বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার।
প্রতিবারের মতো এবারও লালগালিচায় হেঁটে তারকারা ঢুকেছেন আয়োজনস্থলে।
আজ সোমবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হয় অনুষ্ঠানটি।
বিনোদনভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম হলিউড রিপোর্টারের খবর, এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘কোডা’।
‘কিং রিচার্ড’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন উইল স্মিথ এবং ‘দ্য আইজ অব টেমি ফে’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেসিকা চ্যাস্টেন।
পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ট্রয় খটসর (কোডা) এবং পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)।
আরও পড়ুন: ২০২১ সালের বিশ্বসুন্দরী কে এই ক্যারোলিনা বিলাওস্কা
পুরস্কার পেলেন যারা
সেরা অভিনেতা উইল স্মিথ (কিং রিচার্ড)
সেরা অভিনেত্রী জেসিকা চ্যাস্টেন (দ্য আইজ অব টেমি ফে)
সেরা পার্শ্ব অভিনেতা ট্রয় খটসর (কোডা)
সেরা পার্শ্ব অভিনেত্রী আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)
সেরা পরিচালক জেন ক্যাম্পিয়ন (‘দ্য পাওয়ার অব দ্য ডগ)
সেরা তথ্যচিত্র ‘সামার অব সোল’
কস্টিউম ডিজাইন জেনি বেভান (ক্রুয়েলা)
বেস্ট সাউন্ড ‘ডুন’
বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট ‘দ্য কুইন অব বাস্কেটবল’
বেস্ট অ্যানিমেটেড শর্টফিল্ম ‘দ্য উইন্ডশিল্ড উইপার’
বেস্ট লাইভ অ্যাকশন শর্টফিল্ম ‘দ্য লং গুডবাই’
বেস্ট অরিজিনাল স্কোর হ্যানঝ জিমার (ডুন)
বেস্ট ফিল্ম এডিটিং জো ওয়াকার (ডুন)
বেস্ট প্রোডাকশন ডিজাইন (ডুন)
বেস্ট মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল (দ্য আইজ অব টেমি ফে)
বেস্ট সিনেমাটোগ্রাফি গ্রেগ ফ্রাসার (ডুন)
বেস্ট ভিজ্যুয়াল ইফেক্টস (ডুন)
বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম ‘এনকান্টো’
বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ‘ড্রাইভ মাই কার’
আরও পড়ুন: ঐশ্বরিয়াকে একা ঘরে পেতে মরিয়া হয়ে উঠেছিলেন পরিচালক!