শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

শাহজালাল বিমানবন্দরে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ, কাতার এয়ারওয়েজের কর্মী আটক



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৪ মার্চ, ২০২২ ৮:০১ : অপরাহ্ণ

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৬ পিস স্বর্ণের বারসহ কাতার এয়ারওয়েজের এক কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টমসের প্রিভেনটিভ টিম।

আটক ব্যক্তির নাম মো. তাজুল ইসলাম। তিনি কাতার এয়ারওয়েজের এয়ারপোর্ট সার্ভিস এজেন্ট।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তাকে আটক করা হয়।

ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর জানান, বিমানবন্দরের বহির্গমন এলাকায় তাজুলের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কাস্টমস কক্ষে আনা হয়। সেখানে তার শরীর তল্লাশি করে ৫৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। সেগুলো স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল।

তিনি জানান, তাকে এক যাত্রী স্বর্ণের বারগুলো হস্তান্তর করে। এসব স্বর্ণের ওজন প্রায় সাড়ে ছয় কেজি। যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৫ কোটি টাকা।

আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি আইন এবং কাস্টমস আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর