নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৮ মার্চ, ২০২২ ১২:২১ : পূর্বাহ্ণ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে (২০২২-২৩) আওয়ামী লীগ নেতৃত্বাধীন সাদা প্যানেলের সিনিয়র আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকির সভাপতি নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক হয়েছেন বিএনপি নেতৃত্বাধীন নীল প্যানেলের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি টানা তৃতীয়বারের মতো এই পদে বিজয়ী হলেন।
গতকাল বুধবার এবং আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ১১টার দিকে গণমাধ্যমকে ফলাফলের এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।
নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ছয়টি পদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল) মনোনীত প্রার্থীরা জয় পেয়েছেন।
অন্যদিকে সম্পাদকসহ আটটি পদে বিজয়ী হয়েছেন বিএনপি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীরা।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৮ হাজার ৬২৩ জন। ভোট দিয়েছেন ৫ হাজার ৯৮২ জন।
নির্বাচনে ১৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ৩৩ জন।
সমিতির গত (২০২১-২২) নির্বাচনে সভাপতি পদসহ আটটি পদে আওয়ামী সমর্থিত সাদা প্যানেল জয় লাভ করে। অন্যদিকে সম্পাদক পদসহ ছয়টি পদে জয় লাভ করে বিএনপি সমর্থিত নীল প্যানেল। তবে টানা ৯ বছর ধরে সম্পাদক পদটি ধরে রেখেছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা।