শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা অর্থ-বাণিজ্য

আজ থেকে শুরু ৩ দিনের জুয়েলারি মেলা, জিতে নিন ১০ লাখ টাকা



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৭ মার্চ, ২০২২ ৯:৩৩ : পূর্বাহ্ণ

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ১, ২ ও ৩ নম্বর হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ জুয়েলারি এক্সপো ২০২২।’

জুয়েলারি শিল্পকে দেশে-বিদেশে নতুন করে তুলে ধরতে দেশে প্রথমবারের মতো এ মেলার আয়োজন করছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এই মেলা চলবে ১৭ থেকে ১৯ মার্চ পর্যন্ত, যা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় দর্শনার্থীদের জন্য র‍্যাফেল ড্রয়ের ব্যবস্থা থাকবে। যাতে প্রথম পুরস্কার হিসেবে থাকছে ১০ লাখ টাকা। এছাড়া আরও থাকবে নানা আকর্ষণীয় পুরস্কার।

মেলায় ৭০টিরও বেশি স্টল থাকবে।

এ দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্য নতুন ডিজাইনের অলংকারের পরিচিতি ঘটাতে জুয়েলারি এক্সপোতে দর্শনার্থী ও ক্রেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনদিনের এ মেলায় দুই লাখের বেশি দর্শনার্থীর আগমন ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রথমবারের মতো বাংলাদেশে জুয়েলারি মেলার আয়োজন করেছে বাজুস।

আরও পড়ুন:

কমেছে স্বর্ণের দাম, দেখে নিন বর্তমান দাম

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর