শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা খেলা

বেনজেমার জাদুতে উড়ছে রিয়াল



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৫ মার্চ, ২০২২ ১:৪৫ : অপরাহ্ণ

আগের ম্যাচে হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে পিএসজিকে বিদায় করেছিলেন করিম বেনজেমা। তারপরও যেন তার গোলের ক্ষুধা মিটছে না।

গোল করেই যাচ্ছেন তিনি। স্প্যানিশ লিগে মায়ার্কোর বিপক্ষেও জোড়া গোল এসেছে তার পা থেকে।

বেনজেমার জোড়া গোলের সঙ্গে জালের দেখা পেয়েছেন ভিনিসিউস জুনিয়রও।

সোমবার রাতে লা লিগার ম্যাচে মায়ার্কোর বিপক্ষে ম্যাচে ৩-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের প্রথমার্ধে অবশ্য দাপট দেখাতে পারেনি রিয়াল। উল্টো ভালোই সুযোগ তৈরি করছিল মায়ার্কো।

১১তম মিনিটে প্রথম সুযোগটিও এসেছিল তাদের কাছেই। দূর থেকে সতীর্থের ক্রস ডি-বক্সে ফাঁকায় পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি স্বাগতিক ফরোয়ার্ড ভেদাত মুরিখি।

পরে ৩৫তম মিনিটে প্রথম নিশ্চিত সুযোগটি আসে মায়োর্কার জন্য। রিয়াল ডিফেন্ডার ডি-বক্সে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে শট নেন পাবলো মাফেয়ো, কিন্তু তার নিচু শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে পোস্টে বাধা পায়।

বিরতির পাঁচ মিনিট আগে সুযোগ আসে ভিনিসিয়াসের কাছেও। বেনজেমার কাছ থেকে বল পেয়ে তার নেওয়া শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক।

গোলশূন্য অবস্থায় ম্যাচ রেখে বিরতিতে যেতে হয় দুই দলকে।

বিরতির পর প্রথম গোল এনে দেন ভিনিসিউস জুনিয়ার। নিচু শটে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে গোল আদায় করে নেন তিনি।

চলতি আসরে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার এটি ১৪তম গোল।

এরপর বাকি কাজ সারেন বেনজেমা। ৫ মিনিটের মধ্যে দুই গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি।

৭৭তম মিনিটে ভিনিসিয়াসকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে গোল করেন বেনজেমা।

পাঁচ মিনিট পর মার্সেলোর বাড়ানো ক্রসে হেড করে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন ফরাসি স্ট্রাইকার।।

এই নিয়ে চলতি লিগে টানা চার জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। এই জয়ে সেভিয়ার চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে গেল শীর্ষে থাকা রিয়াল।

২৮ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৬৬। সমান ম্যাচে সেভিয়ার পয়েন্ট ৫৬।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর