শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

ইউক্রেনে মার্কিন সাংবাদিককে গুলি করে মারলো রুশ সেনারা


মার্কিন সাংবাদিক ব্রেন্ট রেনড। ছবি: বিবিসি

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৩ মার্চ, ২০২২ ৮:৩২ : অপরাহ্ণ

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রুশ বাহিনীর ছোড়া গুলিতে ব্রেন্ট রেনড নামে এক মার্কিন সাংবাদিককে নিহত ও আরেকজন আহত হয়েছেন।

রোববার স্থানীয় মেডিক্যাল কর্মী এবং প্রত্যক্ষদর্শীরা ফরাসি বার্তাসংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন।

ইউক্রেনের পুলিশ জানায়, কিয়েভের পার্শ্ববর্তী ইরপিন শহরে এই ঘটনা ঘটেছে।

বিবিসি জানিয়েছে, কিয়েভ পুলিশ প্রধান অ্যান্ড্রি নেবিটভ বলেছেন, রুশ সেনারা ব্রেন্ট রেনড নামে ওই সাংবাদিককে লক্ষ্য করে গুলি চালিয়েছিল।

এই ঘটনায় আরও দুই সাংবাদিক আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর এই প্রথমবার যুদ্ধটি কভার করতে বিদেশ থেকে আসা সাংবাদিক নিহতের খবর পাওয়া গেলো।

ব্রেন্ট রেনডের ছড়িয়ে পড়া একটি ছবিতে তার একটি আইডি কার্ড দেখা গেছে। সেটি থেকে জানা যায়, তিনি নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ছিলেন।

এদিকে এক বিবৃতিতে পত্রিকাটি জানিয়েছে, ব্রেন্ট রেনডের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। তবে ইউক্রেনে তিনি নিউইয়র্ক টাইমসের জন্য কাজ করছিলেন না বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

২০১৫ সালে ব্রেন্ট রেনড সর্বশেষে পত্রিকাটির জন্য কাজ করেছেন। ইউক্রেনে যে আইডি কার্ডটি তিনি ব্যবহার করছিলেন তা তারও এক বছর আগে ইস্যু করা হয়েছিল। ইউক্রেনে ব্রেন্ট রেনড কোন প্রতিষ্ঠানের হয়ে কাজ করছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর