শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

চট্টগ্রামে যুবদলের নেতা-কর্মীদের পুলিশের লাঠিপেটা


নাসিমন ভবনের সামনে পুলিশ যুবদলের নেতা-কর্মীদের লাঠিপেটা করে বলে অভিযোগ পাওয়া গেছে। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১০ মার্চ, ২০২২ ১১:১৫ : পূর্বাহ্ণ

চট্টগ্রামে যুবদলের নেতা কর্মীদের পুলিশ লাঠিপেটা করেছে।

যুবদল নেতাদের অভিযোগ, কোনো ধরনের প্ররোচনা ছাড়াই পুলিশ তাদের লাঠিপেটা করেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নগর বিএনপির নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে নুর আহমদ সড়কে এ ঘটনা ঘটে।

দেশে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে নাসিমন ভবন প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুপুরে নাসিমন ভবন প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ শেষ হওয়ার পর যুবদলের কর্মীরা নুর আহমদ সড়কে অবস্থান নেন। এতে ব্যস্ততম এ সড়কে যানজটের সৃষ্টি হয়। দুই পাশে আটকে পড়ে গাড়ি। তখন পুলিশ সদস্যরা সড়কের ওপর থাকা যুবদল কর্মীদের সরে যেতে বলেন। এতে কয়েকজন ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। তখন পুলিশ সদস্যরা সড়কের ওপর থাকা কর্মীদের লাঠিপেটা শুরু করেন।

এতে অন্তত ২০ জন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে যুবদল।

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি সংবাদমাধ্যমকে বলেন, ‘সোহেল ভাই (বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেল) সভা শেষে বিদায় নিচ্ছিলেন। এ সময় সেখানে আমাদের নেতা-কর্মীরা অপেক্ষা করছিলেন। তখন পুলিশ তাদের ওপর লাঠিচার্জ শুরু করে।’

এ ঘটনায় যুবদলের অন্তত ২০ জন কর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন তিনি।

কোতয়ালী থানার ওসি নেজাম উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ‘যুবদলের কর্মীরা রাস্তা অবরোধ করে যানবাহন চলাচলে বাধা দেয়। তাই আমরা তাদের রাস্তা ছেড়ে যেতে বলেছিলাম। পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেনি।’

এর আগে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল।

তিনি বলেন, ‘৭৪-এর লঙ্গরখানার লম্বা লাইনের কথা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে আজকের টিসিবির লম্বা লাইন। আওয়ামী লীগের চরিত্র ঠিক আগের মতোই আছে। পার্থক্য শুধু এখন ডিজিটালে চুরি করে। আমাদের সংসদে আজ গরিব–দুঃখী মানুষের ভাগ্য উন্নয়নের আলোচনার পরিবর্তে গানবাজনা হয়। আমাদের বিনা ভোটের এমপি–মন্ত্রীদের কথাবার্তা দেশবাসীর হাসির খোরাক।’

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘মানুষের গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার সর্বোপরি ভোটাধিকার ফিরিয়ে আনতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে গণজোয়ার সৃষ্টি ছাড়া কোনো বিকল্প নেই।’

নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ প্রমুখ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর