নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১০ মার্চ, ২০২২ ১:১৪ : পূর্বাহ্ণ
সম্মেলনের ৯ মাস পর স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর শাখার ২০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দেবাশীষ নাথ দেবু আর সাধারণ সম্পাদক হয়েছেন আজিজুর রহমান আজিজ।
তারা দুজনের জন্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সুপারিশ করেছেন বলে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় একজন নেতা রাজনীতি সংবাদকে জানিয়েছেন।
বুধবার রাতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।
২০ সদস্যের কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন ১১ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে তিনজন, সাংগঠনিক সম্পাদক পদে তিনজন এবং প্রচার সম্পাদক পদে একজনের নাম ঘোষিত হয়েছে।
কমিটিতে স্থান পাওয়া ১১ সহ-সভাপতি হলেন-হেলাল উদ্দিন, আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, আ্যাডভোকেট তসলিম উদ্দিন, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, মো. আজিজ মিছির, আজাদ খান অভি, আবদুর রশিদ লোকমান এবং মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে স্থান পাওয়া তিনজন হলেন-মো. সাইফুদ্দিন, আব্দুল্লাহ্ আল মামুন এবং সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন।
সাংগঠনিক সম্পাদক পদে স্থান পাওয়া তিনজন হলেন-মাছুদ খান, সালাহ উদ্দীন শেরশাহ এবং দেবাশীষ আচার্য্য।
প্রচার সম্পাদক পদে স্থান পেয়েছেন তাসাদ্দেক নূর চৌধুরী তপু।
গত ১৯ জুন নগরীর লালখান বাজার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হয়।
২০০১ সালের ১৪ জুলাই অ্যাডভোকেট এইচ এম জিয়াউদ্দিনের নেতৃত্বে নগর স্বেচ্ছাসেবক লীগের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন হয়েছিল।
এটি ছিল মহানগরে সংগঠনটির প্রথম কমিটি।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর সম্মেলন আয়োজনের নিয়ম রয়েছে।
কিন্তু ওই আহ্বায়ক কমিটি গঠনের পর গত ২০ বছরেও চট্টগ্রাম মহানগরে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হয়নি।
দীর্ঘ ২১ বছর পর চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠন করা হলো।