শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবার ছাত্রলীগের দুগ্রুপে সংঘর্ষ, আহত ২



নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :৯ মার্চ, ২০২২ ১০:০১ : অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে আবার সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুগ্রুপ।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলের মধ্যবর্তী স্থানে দুপক্ষ সংঘর্ষে জড়ায়।

ছাত্রলীগের বগিভিত্তিক (শাটল ট্রেনের) উপ-গ্রুপ বিজয় ও সিএফসি সদস্যদের মধ্যে এই সংঘর্ষ হয়।

দুগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের র‌্যাগ ডে অনুষ্ঠানে আয়োজিত কনসার্টে প্রবেশ করাকে কেন্দ্র করে ছাত্রলীগের এই দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ক্যাম্পাসে উভয় গ্রুপ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একইস্থানে প্রায় ঘণ্টাব্যাপী দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলে। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

চবি সূত্র জানায়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের র‌্যাগ ডে উপলক্ষে কনসার্টের আয়োজন করা হয়। সিএফসির কিছু নেতা-কর্মী ওই কনসার্টে ঢুকতে গেলে বিজয় গ্রুপের নেতা-কর্মীরা বাধা দেন।

এ ঘটনায় উত্তেজনার সৃষ্টি হলে বিজয়ের নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী ও সিএফসির নেতা-কর্মীর শাহ আমানত হলে অবস্থান নিয়ে ধাওয়াপালটা-ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। প্রায় এক ঘণ্টা ধরে চলে এই অবস্থা।

বিজয় গ্রুপের নেতা মোহাম্মদ ইলিয়াস বলেন, ছাত্রলীগ সভাপতি রেজাউল রুবেলের অনুসারীরা র‌্যাগ ডে অনুষ্ঠানে গিয়ে ঝামেলা করে। এ সময় প্রতিবাদ করলে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।

সিএফসি গ্রুপের নেতা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম জানান, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর