নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৯ মার্চ, ২০২২ ৮:৩৫ : অপরাহ্ণ
সরকারের লোকজন সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘লুটপাট থেকে সরকার ভাগ পায়। এজন্য দাম কমাতে পারবে না। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে পরিকল্পিতভাবে লুটপাট করছে দেশের সম্পদ। এরপর তা বিদেশে পাঠাচ্ছে। যা নিয়ে সারাবিশ্বে তুলকালাম হচ্ছে।’
আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
সরকার পুরো দেশকে হীরক রাজার মতো নির্যাতনের কারখানা বানিয়ে ফেলেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা কি সত্যজিৎ রায়ের সেই হীরক রাজার দেশ ছবিটি দেখেছেন? একটু দেখবেন। হীরক রাজার দেশে এসব ঘটনাগুলোই ঘটিয়ে ছিলো হীরক রাজা। তারপর একদিন সমস্ত মানুষ যখন ক্ষেপে উঠলো, হীরক রাজা একটা বড় মূর্তি বানিয়েছিলো। এটা যেদিন উদ্বোধন করবে সেইদিন সব মানুষ ওই মূর্তিতে দড়ি লাগিয়ে বললো, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান।’
আরও পড়ুন: দ্রব্যমূল্য বৃদ্ধিতে বিএনপির বড় ব্যবসায়ীরা জড়িত: তথ্যমন্ত্রী
বিএনপি মহাসচিব বলেন, ‘সারা ঢাকায় সাবা নামের একটি মেয়ের পোস্টারে ছেঁয়ে গেছে। তার বাবা গুম হয়েছে। আমরা কি খোঁজ নিয়েছি পরিবারটির কেমন আছে? গতকাল তার মা ফোন করেছিল বড় ছেলে অসুস্থ। চিকিৎসার খরচ জোগানোর সামর্থ নেই। এই অবস্থা সবখানে চলছে। কী অপরাধ ছিল তাদের। তারা কথা বলতে চেয়েছিল। এখন কথা বললেই মামলা দেয়া হচ্ছে। আকারে ইঙ্গিতে কথা সরকারের বিরুদ্ধে গেলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়া হয়।’
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘শুধু চাল-ডালের দাম কমালেই হবে না। আমাদের জীবনকে সুন্দরভাবে চলতে দিতে হবে। প্রশাসনকে জনগণের সেবক হতে হবে।’
অবিলম্বে সরকারকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের নির্বাচনে বাধ্য করতে হবে। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা।’
স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, হাবিব উন নবী খান সোহেল, সরাফত আলী সফু, আজীজুল বারী হেলাল, আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ।