বুধবার, ২২ মে, ২০২৪ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৩ জিলকদ, ১৪৪৫

মূলপাতা স্বাস্থ্য

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু প্রায় দ্বিগুণ, বেড়েছে শনাক্তও


নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :৮ মার্চ, ২০২২ ৪:৫৬ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ৭ জনের মৃত্যু হয়েছে।

এ সময় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৪৬ জন।

এ পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯৬ জনে।

আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জনে।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল সোমবার দেশে করোনায় ৪ জনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ৪৩৬ জনের।

আরও পড়ুন:

দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ খেলে যেসব সমস্যায় পড়তে পারেন

চট্টগ্রামে যমুনা অয়েল কোম্পানিতে বিশাল নিয়োগ, আবেদন করুন জলদি

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার তুলনায় শনাক্তের হার শনাক্তের হার ২ দশমিক ২৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ৩ জন ও সিলেট বিভাগের ২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬২ জন।

এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৪৯ হাজার ৯৪৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: যুদ্ধক্ষেত্রেই বিয়ে করলেন দুই ইউক্রেনীয় সেনা (ভিডিও)

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর