নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :৭ মার্চ, ২০২২ ৪:৪৬ : অপরাহ্ণ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) ৪ জনের মৃত্যু হয়েছে।
এ সময় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৩৬ জন।
এ পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৯ জনে।
আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ জনে।
আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল রোববার দেশে করোনায় ৮ জনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ৫২৯ জনের।
আরও পড়ুন: ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।
পরীক্ষার তুলনায় শনাক্তের হার শনাক্তের হার ২ দশমিক ১৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ৩ জন ও সিলেট বিভাগের ২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৪৬ জন।
এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৪৬ হাজার ৮৮৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আরও পড়ুন:
প্রশ্ন: বাবরের নাম শুনলে মানুষ কেন আতঙ্কিত হয়, উত্তর: মিডিয়া আমাকে ভিলেন বানিয়েছে